আদালতজাতীয়
ট্রেন্ডিং

হাসিনা ও আ.লীগের নেতাদের বিচারের বছর

নতুন বছরে আওয়ামী লীগের বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কারকৃত মূল ভবনে বিচার কাজ শুরু হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button