
ডিসেম্বরের ২৮ দিনেই বৈধপথে ২৪২ কোটি ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। যা টাকায় ২৯ হাজার ৪০ কোটি টাকা। এ মাসে দৈনিক গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য বলা হয়।
রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসার সম্ভাবনা রয়েছে। এর আগে একমাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে, ২৫৯ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরের ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার। আগের ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে।