
ইউক্রেনের রাজধানী কিয়েভের কূটনীতিক জোনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬টি বিদেশি দূতাবাসের ভবন ক্ষতিগ্রস্ত এবং একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে নলা হয়, কিয়েভে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখা গেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ হামলায় আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল ও মন্টিনিগ্রোর দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক প্রশাসনপ্রধান সেরহি পপকো জানান, শুক্রবার সকালে কিয়েভে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিভিন্ন স্থানে আগুন ধরে যায়।
রাশিয়া হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে খবরে বলা হয়।
রাশিয়া বলেছে, চলতি সপ্তাহে রোস্তভ অঞ্চলে হামলার জবাবে ইউক্রেনের সামরিক স্থাপনায় দুরপাল্লার অস্ত্র হামলা করেছে তারা।