
মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার সকালে স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর সময় তার সঙ্গে ছিলেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জিত হয়। সেই থেকে প্রতি বছর ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি পালিত হয়ে থাকে।
এ দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার, সশস্ত্র বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ হরেছে। ভোরে তোপধ্বনি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি।