
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) মাধ্যমে সংবিধান বিষয়ক সারাদেশে জরিপ শুরু হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) বিএনপির পক্ষ থেকে লিখিত প্রস্তাব গ্রহণের পর তিনি এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, “জরিপে নগর, গ্রাম, তরুণ, বয়স্কসহ সব শ্রেণির মতামত সংগ্রহ করা হবে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।”
সংবিধান সংস্কারের ওয়েবসাইটে ৫০ হাজারের বেশি মতামত জমা পড়েছে বলে জানান তিনি।
আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সহযোগিতায় আমরা কাজ এগিয়ে নিচ্ছি।”
তিনি বলেন, “আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশগুলো দিতে পারব। ৬ অক্টোবর কমিশন যাত্রা শুরু করেছিল। আমরা আশা করি ৫ জানুয়ারি পর্যন্ত সময় পাব। যদিও বলা হচ্ছে ৩০ ডিসেম্বর পর্যন্ত।”
“আমরা আমাদের প্রস্তাব দেব। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশন বলবে। নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার” যোগ করেন সংস্কার কমিশন প্রধান।
তিনি বলেন, “সংবিধান শুধু একটি নির্বাচনের বিষয় নয়। সংবিধানে নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করব।”
“সুনির্দিষ্ট করে নির্বাচন কবে হবে, কী প্রক্রিয়ায় হবে, সেটা সরকার বলতে পারে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বলা সম্ভব না” বলে উল্লেখ করেন আলী রীয়াজ।