অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠান
ট্রেন্ডিং

ঢাকাকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (১৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির অফিসার্স ইনচার্জ জিংবো নিং নীতি সংস্কারভিত্তিক এ ঋণচুক্তি সই করেন।

এ তথ্য জানিয়ে ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় বাংলাদেশকে ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম-১’-এর জন্য ৯১ বিলিয়ন ৭৬৪ মিলিয়ন জাপানি ইয়েন দেবে এডিবি। যা মার্কিন ডলারে ৬০০ মিলিয়নের সমান।

এ কর্মসূচিটির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো-  দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।

ঋণচুক্তি অনুযায়ী, কর্মসূচিটির প্রধান প্রধান নীতি সংস্কারের ক্ষেত্রসমূহ হলো: আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগের পরিবেশ উন্নীতকরণ। বাণিজ্য নীতি ও লজিস্টিকস শক্তিশালীকরণ।

আরো পড়ুন

এডিবি এখন পর্যন্ত বাংলাদেশকে ৩২ হাজার ৪৯৭ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা এবং ৫৭১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button