
প্রভাবশালী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালে প্রথমবার বর্ষসেরা হন তিনি।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে বর্ষসেরা হওয়া উদযাপন করবেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে পরিবারের বেশ কয়েকজন সদস্য থাকবেন।
পুরো এক বছরের বৈশ্বিক ঘটনার ভিতরে ব্যক্তির সর্বাধিক প্রভাব বিবেচনা করে বর্ষসেরা ষোঘণা করা হয় কোনো ব্যক্তিকে। ট্রাম্পকে এবার বেছে নেওয়ার পেছনে তার দুরন্ত ‘রাজনৈতিক কামব্যাক’ করাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন ইতিহাসে এমন প্রত্যাবর্তন নজিরবিহীন বলে দাবি পত্রিকার সম্পাদকমণ্ডলীর।
এবছর বর্ষসেরা হওয়ার প্রতিযোগিতায় ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ট্রাম্পের বিপরীতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া কমালা হ্যারিস, প্রিন্সেস অব ওয়েলস ও টেসলার সিইও ইলন মাস্ক। এর মধ্যে ইলন মাস্ক বর্তমানে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’নামে একটি পরামর্শদাতা বোর্ডের নেতৃত্বের জন্য মনোনীত হয়েছেন।