বিপিএলের আগেই তামিমের প্রত্যাবর্তন, তবে…

প্রায় ছয় মাসের বিরতির পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এখনও নিশ্চিত না হলেও ডিসেম্বরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগেই তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। তামিমের মাঠে ফেরার জন্য প্রথম চ্যালেঞ্জ হিসেবে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে।
শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর তিনি ঢাকার প্রিমিয়ার লীগে মে মাসে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। এখন বিপিএলে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে গত কয়েক সপ্তাহ ধরে তামিম নিয়মিত অনুশীলন করছেন। ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া জাতীয় লীগের দলগুলোর অংশগ্রহণে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারেন তিনি, যা তার বিপিএল প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য ও সাবেক ক্রিকেটার হান্নান সরকার জানান, “তামিম চট্টগ্রাম বিভাগের হয়ে টি-টোয়েন্টি লীগে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। তবে সে কয়টা ম্যাচ খেলবে এবং কখন খেলবে, তা এখনো আলোচনা সাপেক্ষ।”
তবে শুধুমাত্র আগ্রহ প্রকাশ করলেই খেলতে পারবেন না তামিম; তাকে ফিটনেস টেস্টেও উত্তীর্ণ হতে হবে। হান্নান সরকার বলেন, “আমাদের ফিটনেস টেস্ট মৌলিক মানদণ্ড। সবাইকে এই পরীক্ষা দিতে হয়, এমনকি সিনিয়র ক্রিকেটারদেরও। তামিমকে একটি নির্দিষ্ট মানদণ্ড অর্জন করতে হবে, যদিও অতীতে সিনিয়রদের ক্ষেত্রে আমরা কিছুটা ছাড় দিয়েছি। তবুও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে বিপিএলে অংশগ্রহণ করতে হবে।”
ফিটনেস নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তাতে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা এখনও অনিশ্চিতই রয়ে গেছে। তবু বিপিএলের আগে জাতীয় লীগের টি-টোয়েন্টি লীগে তার অংশগ্রহণ তার ফিটনেসের মান যাচাইয়ের একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের ক্রিকেটভক্তদের জন্য এটি একটি আশার সংবাদ, কারণ দীর্ঘ বিরতির পর তামিমের প্রত্যাবর্তন তার অভিজ্ঞতা ও প্রতিভা দিয়ে দেশের ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।