গ্রাম বাংলারংপুর
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, বইছে শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। তাপমাত্র ৮-১০ ডিগ্রির নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়ে থাকে, ফলে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোমবার সকাল ৯টায় তাপমাত্রা নামেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগে গত শনিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাড় কাঁপনো শীত অনুভব হচ্ছে। ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।