
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বলেন, বাংলা একাডেমী পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ।
তিনি বলেন, বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে বা কোন নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমীর সংস্কার কেনো নয়?
এর আগে বৃহস্পতিবার ২০২৪ সালের বাংলা একাডেমি পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা পুরস্কার পেয়েছেন দাবি করে সামাজিকমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখান অনেকে, চলে জোর বিতর্ক।