
চলতি মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শুরু হতে পারে ।
রোববার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।
তিনি বলেন, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা নেই। তবে জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ফলে উত্তরাঞ্চল দিয়ে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে।
এ তথ্য জানিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। চলতি মাস এভাবেই চলতে পারে।
মৃদু শৈতপ্রবাহ শুরু হওয়ায় দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। নারী ও শিশু রোগাক্রান্ত হচ্ছে বেশি, হাসপাতালগুলো তেমনটাই জানিয়েছে।