গ্রাম বাংলারাজশাহী
ট্রেন্ডিং

ড. ইউনূস বললেও বেঈমানকে ছাড় নয়

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের শহীদদের গণআকাঙ্ক্ষার সঙ্গে যারাই বেঈমানি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি ড. ইউনূস বললেও তাকে ছাড় দেওয়া হবে না।’

শনিবার (১৪ ডিসেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে খুনের সঙ্গে জড়িত হবেন আপনারাও। খুনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নিন, আপনাদের কালিমা মোছেন, জনগণের আস্থা অর্জন করুন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এক বছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

তিনি বলেন, শেখ মুজিবের লাশ উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশ উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে।

অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে আসা শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button