
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৫ জানুয়ারি) বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, আবদুল লতিফ বিশ্বাসকে জেলা সদরে যৌথ বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। তাকে আটকের বিষয়ে বিস্তারিত এখনই বলতে পারছি না। তার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে।
এর আগে শনিবার রাতে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলীর দরবার শরিফে ১১০তম ওরস শরিফে আবদুল লতিফ বিশ্বাস পৌঁছালে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন। পরে দরবার শরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে গেলপ কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন।
বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, আবদুল লতিফ বিশ্বাসের ওপর হামলার বিষয়টি আমরা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।