জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

আর্থিক সহায়তায় দেরির কারণ জানা গেলো

কাগজপত্র যাচাইয়ের কারণে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজনদের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শহীদের সংখ্যা ৮২৬ জন। এর মধ্যে ৬২৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার।

ওই তালিকায় আহতদের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন, যার মধ্যে এক হাজার ৬০১ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান সারজিস আলম। আহতদের সহায়তা দিতে বিলম্ব হচ্ছে কেন, এর জবাবে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এমআইএস তালিকাটি করেছে জেলা প্রশাসনের মাধ্যমে। বার বার যাচাই করা হচ্ছে তালিকা।

সারজিস আলম বলেন, আন্দোলনের সময় আহত হলেও আন্দোলনকারী ছিলেন না— এমন কেসও পাওয়া গেছে। সে কারণে এমআইএস ও ফাউন্ডেশনের তালিকার মধ্যে সমন্বয় করা হচ্ছে। ফাউন্ডেশনের যেসব আবেদন আসছে, আমরা সেগুলো যাচাই করছি। যাদের নাম এমআইএস তালিকায় আছে এবং ফাউন্ডেশনে আবেদন করেছেন, তাদের যাচাই করে সহায়তা দেয়া হচ্ছে। ফলে প্রয়োজনীয় নথি না থাকায় সহায়তা পেতে অনেক ক্ষেত্রে সময় লাগছে।

আহতদের হাসপাতাল থেকে ছাড়পত্রের প্রমাণ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, অনেকের হাসপাতালের ছাড়পত্রের কাগজ, প্রত্যয়নপত্র নেই। তা ছাড়া ফাউন্ডেশনে ৩৫ জন কাজ করছেন। এতদিন আমরা শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ করেছি। এখন অগ্রাধিকার থাকবে আহতদের সহায়তা দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button