আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া

সাড়ে ১০ লাখ ভোট গোনা হয়নি, আলোচনার ঝড়

চলতি বছরে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনের প্রায় ১০ লাখ ৫৮ হাজার ভোট গোনা হয়নি বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার পোস্টাল ভোট রয়েছে। বাতিল হওয়া ভোটের সংখ্যা নিয়ে এখন জোরদার আলোচনা চলছে ভারতজুড়ে।

ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের নির্বাচন কমিশন চমকপ্রদ এ তথ্য প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবারের লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিল প্রায় ৯৭.৯৭ কোটি। যা ২০১৯ সালের থেকে ৭.৪৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৬৪.৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। চূড়ান্ত ভোটদানের হার ছিল ৬৫.৯৭৮ শতাংশ। তবে উদ্বেগজনকভাবে ২০১৯ এবং ২০১৪ সালের তুলনায় এই ভোটের হার কম। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১.৩ শতাংশ কমেছে ভোট।

কমিশন বলেছে, সব মিলিয়ে প্রায় ১০ লাখ ৫৮ হাজার ভোট গোনা হয়নি। ওই ভোটের মধ্যে প্রায় পৌনে ১০ হাজার ভুয়ো ভোটার ধরা পড়ে। বাকি প্রায় সাড়ে ১০ লাখ ভোট ত্রুটিপূর্ণ, নহয় নিয়ম বহির্ভূত ছিল। কোনও না কোনও কারণে ওই সাড়ে ১০ লাখ ভোট বাতিল হয়েছে।

আরো পড়ুন

ওই বিপুল ভোট বাতিল না হলে ফলাফল কি অন্যরকম হত, সেই প্রশ্ন তুলছেন অনেকে। ২০২৪ লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়। এ জোট ২৯৫টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজেপি এককভাবে জিতেছে ২৪০টি আসন। আর বিরোধী ইন্ডিয়া জোট ২৩০টি আসনে জয়লাভ করে, যার মধ্যে কংগ্রেস একা পায় ৯৯টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button