আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

মিলেছে ডিএনএ, খণ্ডিত দেহাংশ আনারেরই

ভারতের কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড দেহাংশ ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। ওই খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো খবর করেছে, কলকাতায় উদ্ধার হওয়া বিখণ্ডিত দেহাংশ ও ডরিনের নমুনা যাচাই করতে ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে নমুনা দুটির ডিএনএ’তে মিল পাওয়া গেছে।

গত বছরের ১২ মে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের বরানগরের পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনোয়ারুল আজিম আনার। পরদিন ১৩ মে চিকিৎসা করাতে যাওয়ার কথা বলে সেখান থেকে বেটিয়ে আর ফেরেননি তিনি। ওইদিন রাতে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে আনার খুন হযন বলে অভিযোগ ওঠে।

ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার প্রায় চার কেজি মাংস, দক্ষিণ ২৪ পরগনার একটি খাল থেকে মানবদেহের একাধিক হাড়গোড় উদ্ধার হয়। সেগুলো পরীক্ষার জন্য ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হলে প্রাথমিক রিপোর্টে দেহাংশগুলো একজন পুরুষের বলে জানানো হয়।

আরো পড়ুন

সেই খণ্ডবিখণ্ড দেহাংশ আনারের কিনা, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য ডরিনের নমুনা চাওয়া হয়। গত নভেম্বরে কলকাতা গিয়ে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে নমুনা দিয়ে আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button