জাতীয়সরকার
ট্রেন্ডিং

২০২৫-২৬ এ নির্বাচনের প্রাথমিক সময় নির্ধারণ

সংস্কার সাপেক্ষ ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির উদ্দেশে এক ভাষণে এ কথা জানান তিনি।

নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজনের ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি— ‘যদি’, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করে, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।

এককথায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

প্রথম পর্যায়ে সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশন শিগরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে— এমন আশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানকে নিয়ে একটি ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলি চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার ওপর গুরুত্ব দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি এই কমিশনের চেয়ারম্যান এবং অধ্যাপক আলী রীয়াজ সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

তিনি বলেন, আগের ছয় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button