অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

চিন্ময়কে কেন জামিন নয়, জানতে হাইকোর্টের রুল

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চিন্ময়ের জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ।

গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময়ের জামিন আবেদন খারিজ হলে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ১২ জানুয়ারি করা হয়। এর আগে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত তার জামিন নাকচ হয়েছে।

চিন্ময় দাসের নেতৃত্বে ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনীদের এক সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। ৩১ অক্টোবর তিনিসহ ১৯ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে কারাগারে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা।

এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button