অর্থনীতিবাণিজ্য
ট্রেন্ডিং

ভবিষ্যতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে

ভবিষ্যতে কেবল রাজধানীতে নয়, দেশজুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১ জানুয়ারি) ঢাকার পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতের মেলা দেশজুড়ে হবে। বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায়। উপজেলা থেকে সেরা উদ্ভাবন আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

তিনি বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। শ্রমিক না, শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ করে দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।

আরো পড়ুন

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৩২৭টি। বাংলাদেশ ছাড়াও ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবার।

এ বছর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব। মেলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মত্যাগের সম্মানার্থে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’ তৈরি হয়েছে। এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে থাকছে ইয়ুথ প্যাভিলিয়ন।

মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button