সেনাবাহিনী পেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদানের ফলে জনগণ সরাসরি উপকৃত হবে। তিনি বলেন, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জনগণের সেবায় নিয়োজিত এবং এই নতুন দায়িত্বের মাধ্যমে তাদের সেবা আরও ব্যাপক হবে।
গত ১৮ সেপ্টেম্বর, গাজীপুরের বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদানের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এই ক্ষমতা প্রদানের ফলে সেনাবাহিনী আরও দক্ষতার সাথে জনগণের সেবায় নিয়োজিত হতে পারবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের অভাব রয়েছে এবং সেনাবাহিনী এই অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ/এম/এ/এম