
বিদ্যমান সবরকম বৈদেশিক উন্নয়ন সহায়তা এবং নতুন সহায়তা (এইড) স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসগুলোতে অভ্যন্তরীণ একটি মেমো পাঠানো হয়, যা ফাঁস হয়ে গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর সোমবার ৯০ দিনের জন্য বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিতের আদেশ দেন। ফাঁস হওয়া নোটিশে তার বৈদেশিক নীতির সাথে দক্ষতা ও সামঞ্জস্যের পর্যালোচনা মুলতবি রাখার কথা বলা হয়েছে।
সরকারি তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই বছরে তারা ৬৮০০ কোটি ডলার ব্যয় করে এ খাতে। কিন্তু দেশটির সহায়তা বন্ধের নতুন নোটিশে উন্নয়ন থেকে সামরিক— সবকিছুই প্রযোজ্য হবে। তবে ইসরায়েল ও মিশরের জরুরি খাদ্য ও সামরিক সহায়তা এর বাইরে থাকবে।
ফাঁস হওয়া মেমোতে বলা হয়েছে, নতুন কোনো সহায়তা বা বিদ্যমান সহায়তা পর্যালোচনা এবং অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো নতুন সহায়তা বা বিদ্যমান সহায়তা তহবিল স্থগিত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যালোচনা ও অনুমোদন না দেওয়া পর্যন্ত বিদ্যমান সহায়তার অধীনে ওয়ার্ক-অর্ডার অবিলম্বে বন্ধ করতে হবে।
নথিমতে, আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে স্থগিত হওয়া বৈদেশিক সহযোগিতা বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।