জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

৫৩ বছরেও সংস্কার বাস্তবায়ন হয়নি কেন?

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে হটিয়ে দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার বিভিন্ন খাতের সংস্কারে নানা উদ্যোগ নিচ্ছে, রাজনৈতিক দলগুলোও এ নিয়ে নানা কথা বলছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে এ প্রশ্ন তোলেন তিনি।

কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন?’

শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, শিগগিরই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে। শিগগিরই আইনটি প্রকাশ করা হবে।

আরো পড়ুন

শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন শব্দদূষণ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত ব্যবস্থা দৃঢ় করবে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশ-ভারত সম্পর্কে অস্থিরতার ছায়া দূর করার তাগিদ: বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল, তা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button