মালয়েশিয়া

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিল্লাল মোড়ল (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি। রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মালয়েশিয়ার জোহর বাহরুর সুলতানাহ আমিনাহ হাসপাতালে তার মৃত্যু হয়। বিল্লাল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে।

জানা গেছে, দশ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় যান বিল্লাল। তিনি জোহর বাহরু শহরে টাইলস মিস্ত্রীর কাজ করতেন। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন। গত বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে ব্যক্তিগত মোটরসাইকেলে বের হওয়ার সময় সড়ক অতিক্রমকালে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিল্লালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভাই রহমান মোড়ল বলেন, “আমার ভাই অনেক পরিশ্রমী ছিল। দেশে ফিরে ওর বিয়ে করার কথা ছিল। ঘাতক গাড়ি আমাদের সব স্বপ্ন শেষ করে দিল। শেষবারের মতো ওর মুখটা দেখতে চাই।”

তার বন্ধু তসলিম ইমামুল হক বলেন, “ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। বিল্লাল খুব ভালো মনের মানুষ ছিল। ওর এই মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য অসম্ভব। আমরা চাই সরকার দ্রুত বিল্লালের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।”

স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন বলেছেন, “বিল্লাল আমার ভাই। আমরা তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।”

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় জানান, “মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যুর বিষয়ে আমরা জানি না। তবে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে আমরা প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।”

বিল্লালের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button