
বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রশ্নে ঢাকার সঙ্গে নয়া দিল্লি ‘ইতিবাচক’ সম্পর্ক চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দিল্লির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই’র এক প্রতিবেদনে বলা হয়, ব্রিফিংয়ে জয়সওয়াস বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দিল্লির অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বলা হয়, আমরা ইতিবাচক সম্পর্ক চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। দুই দেশের জনগণের জন্য ভালো সম্পর্ক হোক। এটাই ভারতের দৃষ্টিভঙ্গি।
বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুদেশের মধ্যে যে উত্তেজনা এবং উভয় দেশের কূটনীতিককে পাল্টাপাল্টি তলবের বিষয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। এ বিষয়ে তিনি বলেন, আমরা সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ঢাকাকে দিল্লির অবস্থান স্পষ্ট করে বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর চোরাচালান রোধ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তবে ভারতীয় কূটকে ঢাকা কী বলেছে, তা উল্লেখ করেননি তিনি।