
দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শাহবাগে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক।
আন্দোলনরতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ৬ দফা দাবিসহ অতিরিক্ত কিছু কাজ আমরা হাতে নিয়েছি। আপনাদের সকল দাবির সাথে আমরা নীতিগতভাবে একমত। পর্যায়ক্রমে স্বতন্ত্র সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
সরকারের এই আশ্বাসে শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চলতি বছরের জুনের মধ্যে দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে ১ জুলাই থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।